হাসিনাকে নিয়ে না ভেবে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে নাই ভাবতেই ভাল লাগে। ঘুম থেকে উঠে এখন সকালের সতেজ বাতাস গ্রহণ করতে পারি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট বিকেলে) উপজেলার শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেরপুর উপজেলা খানপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
নেতা কর্মীদের উদ্দেশ্যে জিএম সিরাজ বলেন, আওয়ামী লীগের নেতারা পালিয়েছে কিন্তু সাধারণ কর্মী এখনো কিন্তু দেশে আছে তারাও কিন্তু ভোটার, তাই খেয়াল রাখতে হবে তাদের উপর যেন অন্যায় নিপীড়ন না করা হয়। এখন হাসিনাকে নিয়ে ভাবার সময় নেই, সামনে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে সেই দিকে মনোনিবেশন হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. তবিবর রহমান। বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ডিপি শহিদুল ইসলাম বাবলু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি পিয়ার উদ্দিন, শালফা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী হেলাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন, খানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ ইনসান আলী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য রফিকুল ইসলাম রফিক, খানপুর ইউনিয়ন যুবদলের যুগ মহোবায়ক এরশাদ আলী প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।