পঞ্চগড়ে এনসিপির লংমার্চ চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় সমাপনী বক্তব্যে তিনি বলেন, একের পর এক বিদ্যুৎ বিভ্রাট কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের জবাবদিহি করতে হবে।
সারজিস আলম বলেন, ‘‘এর আগেও এনসিপির অনুষ্ঠানের সময় তিন দিনের মধ্যে তিনবারই বিদ্যুৎ গেছে। যারা এর সঙ্গে জড়িত তাদের জবাব দিতে হবে। নেসকোর যে মালিক, তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। যারা এটা করে, তারা রাজনৈতিক—এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব, তাদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।’’ তিনি ক্ষোভ ভরে এসব কথা বলেন এবং দাবী করেন, পঞ্চগড়ের মাটিতে এভাবে প্রতিবাদ ও জনসমাবেশে বাধা দেওয়া চলবে না।
এর আগে দুপুর সোয়া ১২টায় ইতিহাসিক চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধা পর্যন্ত আয়োজিত লংমার্চে শতাধিক মোটরসাইকেল ও পিকআপ নিয়ে নেতৃত্ব দেন সারজিস আলম। পাঁচ উপজেলার এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কর্মসূচিতে চাঁদাবাজি ও নানা অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।