ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ঘিরে রাজ্যে উত্তাপের মাঝেই রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এক বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বানপুরে এক সভায় তিনি বলেন, ভোটে জিতলে “বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখব না, আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে।”
তিনি বলেন, তৃণমূল জিতলেও কাঁটাতার থাকবে না, তবে “ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে।” তার মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে দ্রুত প্রতিক্রিয়া দেখা যায়।
বিজেপি নেতারা প্রায়ই অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ব্যাপক অনুপ্রবেশের ফলে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে এবং তৃণমূল সেই অনুপ্রবেশে পরোক্ষভাবে সহায়তা করছে। এই প্রেক্ষাপটে অনুপ্রবেশকারীদের উৎখাতকে নির্বাচনী প্রধান হাতিয়ার হিসেবে ধরে বিজেপি এসআইআরকে সামনে রেখেছে।
তৃণমূলের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ জগন্নাথ সরকারের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “জগন্নাথ সরকারের মন্তব্যে বিজেপির দ্বিচারিতা প্রকাশ্যে এল। একদিকে তারা অনুপ্রবেশ বন্ধের কথা বলে; অন্যদিকে বলছে কাঁটাতার তুলে দেব তাদের এই দ্বিচারিতা বাংলা জনতা বুঝে নেবেন।”


