বিশ্বব্যাপী যে দুর্নীতি চলছে তার প্রভাব থেকে বাংলাদেশসহ সব গণমাধ্যম এখনো মুক্ত হতে পারেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনীতি থেকে শুরু করে কূটনীতিতেও নীতিহীনতা চলছে এবং এর প্রভাব সমাজব্যবস্থার ওপর পড়ছে। গণমাধ্যমও এই প্রভাবের বাইরে নয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থা রাষ্ট্রে বিরূপ প্রভাব ফেলছে বলেও দাবি করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।
রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানেতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারের উপদেষ্টা ও নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।


