বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, খালেদা জিয়া আজ অসুস্থ, কিন্তু তিনি বেঁচে থাকলে দেশের গণতন্ত্রের ভিত আরও শক্ত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এ্যানি বলেন, খালেদা জিয়া আপসহীন নেতা ছিলেন। অসুস্থতার মধ্যেও তাকে নিয়ে মানুষের উদ্বেগ রয়েছে। অনেকেই তার জন্য দোয়া করেছেন। তিনি বলেন, “আপনারা আবারও দুই হাত তুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখেন।” তার মতে, খালেদা জিয়ার বেঁচে থাকাই দেশের গণতান্ত্রিক শক্তির জন্য ভরসার জায়গা।
তারেক রহমান সম্পর্কে এ্যানি বলেন, তিনি দেশের বাইরে থাকলেও জনগণের জন্য নানা পরিকল্পনা নিয়ে কাজ করছেন। তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলে লক্ষ্মীপুরে কৃষিভিত্তিক অর্থনৈতিক জোন গঠন, শিক্ষিত বেকারদের প্রশিক্ষণ ও এক বছরের বেকার ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, এসব পরিকল্পনা দীর্ঘদিন ধরে সাজানো হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, বিএনপি নেতা আরিফুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া প্রমুখ। তারা বিভিন্ন সময়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।


