কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতী মুজিবুর রহমান ফরাজী।
রোববার (২৫ জানুয়ারি) দেবীদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের ইউছুফপুর গ্রামে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর এক উঠান বৈঠকে উপস্থিত হয়ে মাওলানা মুজিবুর রহমান ফরাজী আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী হাসনাতকে সমর্থন করা এবং নির্বাচন থেকে সরে দাঁড়ানো তার লক্ষ্য।
মাওলানা মুজিবুর রহমান ফরাজী কালের কণ্ঠকে জানান, “আমি এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর উঠান বৈঠকে উপস্থিত হয়ে তাকে সমর্থন জানিয়েছি এবং নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। এখন আমি তার পক্ষে ভোট চাওয়ার দায়িত্ব নিয়েছি।”
এর আগে, গত ২০ জানুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের আরেক প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেনও একই জোটের সিদ্ধান্ত অনুযায়ী এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, খেলাফত মজলিসের এই সমর্থন এনসিপির প্রার্থীর নির্বাচনী সুযোগ আরও শক্তিশালী করতে পারে।


