বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, “একটি রাজনৈতিক দল ভাবছে সারা বাংলাদেশে আর ভোট দেয়ার প্রয়োজন নেই , সেই জামানা শেষ হয়েছে।”
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় বড়াইগ্রামের বনপাড়ায় আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, “গত কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ের নির্বাচন যারা ফুল প্যানেল নির্বাচিত হওয়ার চিন্তা করেছিল তারা হেরেছে। ওই চারটি বিশ্ববিদ্যালয়ের ফল এই ভাবনাকে চ্যালেঞ্জ করেছে—আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফলও এ রকমই হবে।” তিনি বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলের প্রসঙ্গে এ মন্তব্য করেন।
সমাবেশে রফিকুল আদায়ে বলেন, সরকারি তত্ত্বাবধানে আর “আওয়ামী লীগ স্টাইলে” নির্বাচন হবে না বলে তার বক্তব্য ছিল। তিনি সরকারের কাছে দাবি জানান, সংবিধানের মৌলিক পরিবর্তন, জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণ, সংসদীয় নির্বাচনে পিআর পদ্ধতি গ্রহণ, এবং গণহত্যার বিচার বাস্তবায়নের দাবি—এসব বিষয় তিনি উল্লিখিত কিছু দাবি হিসেবে তুলে ধরেন।
রফিকুল দাবি করেন, সংসদ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড (সমতল মাঠ) নিশ্চিত করা হবে; পাশাপাশি সরকারের ভেতরে ও বাইরে যারা ফ্যাসিস্ট কার্যক্রমে জড়িত তাদের গ্রেফতার এবং বিচারের দাবি জানান।


