বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলকে (২৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার (০৮ জুন) দিবাগত রাত ১০টার দিকে কাহালু উপজেলার মুরাইল ইউনিয়নের পোড়াবাড়ি এলাকায় তালুকদার পাড়া রাস্তার মোড়ে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে।
নিহত ব্রাজিল বগুড়া শহরতলীর গোদাপাড়া এলাকার মো: শাজাহান আলীর ছেলে।
জানা গেছে, শনিবার রাতে ব্রাজিল মোটরসাইকেলযোগে নিজের গ্রামের বাড়ি মুরাইল ইউনিয়নের পোড়াপাড়া পশ্চিম পাড়ায় যাচ্ছিল। এ সময় তালুকদার পাড়া রাস্তার মোড়ে পৌঁছালে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে সেখান চলে যায়। তার মোটরসাইকেলের পিছন সিটে একজন আরোহী ছিলো। সন্ত্রাসীদের হামলায় সে সেখান থেকে পালিয়ে যায়।
বগুড়ার কাহালুতে আলোচিত শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যার বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীরা ব্রাজিলকে কুপিয়ে হত্যা করে। সে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ২৮টি মামলা রয়েছে।
স্থানীয়রা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে জেলা যুবদলের সাবেক নেতা ব্রাজিলের মোটরসাইকেলের ওপর হামলা হয়েছিলো। সে সময় তার মোটরসাইকেল ভাঙচুর করেছিলো সন্ত্রাসীরা। আধিপত্য বিস্তার নিয়ে ব্রাজিলের সাথে অপর সন্ত্রাসী গ্রুপের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।
এর জের ধরেই তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ কর্মকর্তাদের ধারণা। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।