পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) বান্দরবানের আলীকদম উপজেলার মারাইতং পর্যটন কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মো: ইফতেখার আহমেদ আবিদ। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) প্রথম বর্ষের শিক্ষার্থী ছলেন। আবিদের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২১ জুন) আবিদসহ ১২ জনের একটি পর্যটক দল আলীকদম বেড়াতে আসেন। সারা দিন বিভিন্ন ঝর্না এবং পর্যটন কেন্দ্র ঘুরে বিকালে তারা রাত যাপনের জন্য মারাইতং পাহাড়ে যান।
সেখানে যাওয়ার পর রাত্রে বেলায় আবিদের খিঁচুনি ওঠে। পরে তাৎক্ষণিক সহপাঠীরা আবিদকে লামা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ধারণা, পাহাড়ে উঠতে গিয়ে আবিদ অসুস্থ হলে তার খিঁচুনি উঠে। আর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। পরবর্তীদের আবিদের মরদেহ লামা থানায় নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম শেখ জানান, ‘বান্দরবানে পর্যটন কেন্দ্রে বেড়াতে এসে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পাহাড়ে উঠতে গিয়ে অসুস্থ হয়ে খিঁচুনি উঠে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার স্বজনদের খবর দেয়া হয়েছে, কেউ আসলে মরদেহ হস্তান্তর করা হবে।’