শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে বাঙালী নদী খননে করতোয়ায় ভাঙন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে বাঙালী নদী খননে করতোয়া নদীতে ভাঙনের সৃষ্টি। ভরা বর্ষাতেও নেই বৃষ্টির দেখা। উজানের ঢলে উল্লেখযোগ্য হারে পানিও বাড়েনি করতোয়া নদীতে।

এরপরও জীবনের প্রথম করতোয়ায় এমন ভাঙগন দেখলেন সত্তোর্ধ আব্দুর সাত্তার। তিনি বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। এ ভঙনে তিনি দুই বিঘা জমি হারিয়েছেন। তার মতো এই এলাকার প্রায় ২০ জন কৃষক হারিয়েছেন অন্তত ২৫ বিঘা জমি। প্রতিদিন ভাঙগনের কবলে পড়ছে নতুন নতুন জমি।

ছবি : সংগৃহীত।

শেরপুরের এই এলাকাতেই করতোয়া নদী সংযুক্ত হয়েছে বাঙালী নদীর সাথে। ফলে দুই নদীর তলদেশের গভীরতা একই ছিলো। এলাকাবাসী জানান, প্রায় ৩ মাস আগে সরকারি প্রকল্পের আওতায় বাঙালী নদী খনন করে ১০ থেকে ১২ ফুট গভীরতা বৃদ্ধি করা হয়। সে সময় ঠিকাদারি প্রতিষ্ঠান জগণের প্রতিবাদ উপেক্ষা করে বাঙালী নদীর মাটি দিয়ে করতোয়া নদীর মুখ বন্ধ কর দেয়।

জৈষ্ঠ্যের শেষে উজানের ঢলে বৃদ্ধি পায় করতোয়ার পানি। কিন্তু প্রতিবন্ধকতার কারণে অতিরিক্ত চাপে দুই কূলের আবাদী জমি ভাঙতে শুরু করে। এখন পর্যন্ত কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ না করায় শতশত বিঘা জমি হুমকীর মূখে আছে। এ নিয়ে কৃষকেরা আশংকায় দিন কাটাচ্ছেন।

এলকার নাজির আকন্দ (৪৫) জানান, করতোয়ার ভাঙনে তিনি এক বিঘা জমি হারিয়েছেন। ভারী বর্ষণ শুরু হলে তার অবশিষ্ট জমিও রক্ষা পাবে না।

আব্দুর সাত্তারের মতো বাদশা মন্ডলও (৪৫) জানান, তিনিও কখনো এভাবে করতোয়া নদী ভাঙতে দেখেননি। মূলত সংযোগ স্থলে অপরিকল্পিত বাঙালী নদী খনন করে করতোয়ার মূখ বন্ধ করার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চৈত্র মাসের শেষে নদী খননের সময় তিনি সহ এলাকার কিছু মানুষ এর প্রতিবাদ করেছিলেন। কিন্তু ঠিকাদরি প্রতিষ্ঠানের লোকজন তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছেন।

এই ঘটনায় ঈদের এক সপ্তাহ আগে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ ভাঙগনের স্থান পরিদর্শন করেছন। এরপর সেখানে ৩৫০টি বাঁশ বরাদ্দ করা হয়েছে। ঈদের পরে সেগুলো স্থাপন করা হলেও ভাঙগন থেমে থাকেনি।

এলাকার দুলাল সরাকার (৪২) জানান, সরাকারি বরাদ্দের সাথে আমরা নিজেরাও কিছু বাঁশ দিয়েছি। জমি বাঁচাতে স্বেচ্ছা শ্রমও দিয়েছি। কিন্তু জমিগুলো রক্ষা করতে পারছি না। নদী ভাঙতে ভাঙতে রাস্তার কিনারে এসেছে। এখন মনেহয় আমার বাড়িটাও হারাতে হবে।

বগুড়ার শেরপুরে বাঙালী নদী খননে করতোয়ায় ভাঙনের বিষয়ে শেরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদী বলেন, আমরা করতোয়ার নদীর ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য বগুড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তারা আশ্বস্ত করলেও দৃশ্যমান কোন তৎপরতা এখনও লক্ষ্য করা যায়নি। তবে আশা করছি দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কন্যা সন্তানের বাবা হলেন অভিনেতা নিলয় আলমগীর

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর বাবা হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তাঁর স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি কন্যাসন্তানের জন্ম দেন। এটি দম্পতির প্রথম সন্তান।সামাজিক যোগাযোগমাধ্যমে এই...

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

জনপ্রিয়

অপরাধ

ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা...

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিন আর নেই

বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ উদ্দিন (বি.কম)আর নেই।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে...

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা...

ধুনটে মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়ার ধুনট উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মশাল মিছিলের সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা...

শেরপুরে বীর মুক্তিযোদ্ধা ইউছুফ উদ্দিন আর নেই

বগুড়ার শেরপুর উপজেলার মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইউছুফ উদ্দিন (বি.কম)আর নেই।বৃহস্পতিবার...

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন আসিফ মাহমুদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে...

রংপুরে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যার ঘটনায় টাইলসকর্মী গ্রেপ্তার

রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় ২২ বছর বয়সী মোরছালিন নামের...

১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় নির্বাচন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি...

শেরপুরে জামায়াত প্রার্থী দবিবুর রহমানের গণসংযোগ

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে পুরোদমে নির্বাচনী প্রচারণা চলছে। বৃহস্পতিবার (১১...