বগুড়া শহরের সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। শিক্ষার্থীরা সাতমাথায় ও পুলিশ প্লাজার সামনে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে আছেন। আতঙ্কে শহরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সকল ব্যবসায়ীরা বাসায় ফেরেন ।
শনিবার (০৩ আগস্ট) বিকেল ৩টার দিকে শহরের সাতমাথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শিক্ষার্থীরা জমায়েত হয়ে স্লোগান দিতে থাকেন। এরপর বিকেল সাড়ে ৪টায় হঠাৎ করে সাতমাথার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
এ সময় শিক্ষার্থী ও পুলিশের সঙ্গে দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডের বিপরীতে আন্দোলনকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের সাতমাথায় অবস্থান নিয়ে আছেন।
এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত এ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেআজ দুপুরের বৃষ্টি উপেক্ষা করে শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দুপুর আড়াইটা পর্যন্ত শহরের সাতমাথায় যান চলাচল স্বাভাবিক থাকলেও এরপর গণমিছিল নিয়ে সাতমাথায় আন্দোলনকারী শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। শহরের সবগুলো সড়ক দিয়ে মিছিল আসে এখানে। শিক্ষার্থীদের সঙ্গে সাতমাথায় সাধারণ জনতাকেও জড়ো হতে দেখা যায়।
বগুড়া শহরের জলেশ্বরীতলার দিকে থেকে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদেরও বিক্ষোভ মিছিলে আসতে দেখা গেছে। শহরের বড়গোলা দিকে থেকে বিশাল একটি মিছিল এসে শহরের সাতমাথায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেখানে অবস্থান নেয়া শিক্ষার্থীরা সাতমাথার সকল যানবাহন চলাচল আটকে দেয়।