রাজধানীর হাজারীবাগ বাজারের ৭ তলা ভবনের ৫ তলায় ট্যানারির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ দুপুর ২টার দিকে হাজারীবাগ বাজারের ট্যানারির গোডাউনে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও হতাহতের কোনও খবর জানা যায়নি।