র্যাগিংয়ের শিকার হয়ে চুপ থাকলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে আর র্যাগিং করলে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি বহিস্কার করা হবে। শুধু বহিস্কারই নয় র্যাগারদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, আর কোনো বিশ্ববিদ্যালয়ে যেন ভর্তি হতে না পারে। শিক্ষার্থীদের সুস্থ ও উজ্জল শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
সোমবার (১১ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘রিদম’ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যবিপ্রবি একটি ঊর্ধ্বগামী বিশ্ববিদ্যালয়। খুব তাড়াতাড়ি যবিপ্রবিকে একটি আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হবে।
বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, বর্তমানে শিক্ষার্থীরা অনেক মেধাবী, কৃষ্টি-কালচার বজায় রেখে মানবিক গুণাবলী অর্জন করে সামনে এগিয়ে যেতে হবে।
‘রিদম’ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান ড. মো. মনিবুর রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্টগন সহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতেই ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি মাধ্যমে নৃত্য, দেশীয় সঙ্গীতের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।