মাদারীপুরে নিজ ক্লিনিকের নার্সকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিবচর ইউনাইটেড হসপিটালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে নিজ ক্লিনিক থেকেই তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আপেল মাহমুদ শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চাঁনমিয়া শিকদারের ছেলে। এ ঘটনায় ভুক্তোভোগী নার্স মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদারীপরের শিবচর ইউনাইটেড হসপিটালে কর্মরত এক নার্সকে গত ২০২৪ সালের ২০ ডিসেম্বর ক্লিনিক থেকে কক্সবাজার নিয়ে যান ওই ক্লিনিকের মালিক আপেল মাহমুদ। সেখানে একটি হোটেলে নিয়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে ক্লিনিকসহ বিভিন্ন জায়গায় নিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী।
এরপর বিয়ের জন্য চাপ দিতে থাকলে নানাভাবে টালবাহানা করে অভিযুক্ত আপেল মাহমুদ। পরে বাধ্য হয়ে ন্যায় বিচারের আশায় ক্লিনিকের মালিক আপেল মাহমুদকে একমাত্র আসামি করে মামলা নিতে আদালতের দ্বারস্থ হয় নির্যাতিত ওই নার্স। আদালতের নির্দেশে চলতি বছরের ৭ জানুয়ারি শিবচর থানায় ধর্ষণ মামলা নথিভুক্ত হয়। ওই মামলায় অভিযান চালিয়ে গতকাল রাতে নিজ ক্লিনিক থেকে আপেল মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।
শিবচর থানার অফিসার ইনাচর্জ (ওসি) রতন শেখ জানান, ভুক্তোভোগী নার্সের দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবচর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেনুকা আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে আপেল মাহমুদকে গ্রেফতার করেন। আসামির বিরুদ্ধে আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তিনি ওয়ারেন্টভুক্ত আসামি।