ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে তিন পুলিশ সদস্য ও দুই সন্ত্রাসীসহ 6জন নিহত হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার গভীর জঙ্গলে অভিযানে গেলে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। বন্দুকযুদ্ধের ঘটনায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর আরও পাঁচ সদস্য গুরুতর আহত হন। তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজন ডেপুটি পুলিশ সুপারও রয়েছেন।
গত চার দিন ধরে সন্ত্রাসীদের ধরতে অভিযান চালাচ্ছে ভারতীয় যৌথ বাহিনী। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গার্ড, সীমান্ত নিরাপত্তা বাহিনী (বিএসএফ), পুলিশ, স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)।
বৃহস্পতিবার অভিযানে হেলিকপ্টার, ড্রোন, বুলেটপ্রুফ গাড়ি ও স্নাইপার কুকুর ব্যবহার করা হয়। যৌথ বাহিনী ইতোমধ্যে সন্দেহভাজন তিনজনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া মঙ্গলবার ওই এলাকা থেকে দুটি গ্রেনেড উদ্ধার করা হয়।
বন্দুকযুদ্ধের পরও তিন থেকে চারজন সন্ত্রাসী এখনও ওই এলাকায় লুকিয়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। ফলে যৌথ বাহিনীর অভিযান আরও জোরদার করা হয়েছে। গোটা এলাকাকে ঘিরে রেখে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
এই হামলার ফলে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় বাহিনী।