শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

৫০ টাকার ডাব ঢাকায় গিয়ে বিক্রি হয় ২০০ টাকায়

বিশেষ সংবাদ

গ্রীষ্মের রোদে ক্লান্ত দেহ খুঁজে ঠান্ডা শান্তি আর সেখানেই রাজত্ব করছে ডাব। এই মৌসুমেই দেশের নানা প্রান্তে চড়া দামে বিক্রি হচ্ছে পিরোজপুরের নেছারাবাদের সুস্বাদু ডাব। গ্রামের গাছ থেকে নামিয়ে ৫০-৬০ টাকায় কেনা ডাব ঢাকায় পৌঁছে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি, মাহমুদকাঠি, কুনিয়ারি ও রায়ারহাটসহ আশপাশের এলাকা থেকে প্রতিদিন গড়ে ৫ থেকে ৭ লাখ টাকার ডাব কেনাবেচা হয়। এলাকার গাছিরা ভোরে ঘুরে ঘুরে নারিকেল গাছের মালিকদের কাছ থেকে ডাব সংগ্রহ করেন। এরপর সেই ডাব স্থানীয় পাইকারদের কাছে ৫-১০ টাকা লাভে বিক্রি করেন তারা।

ছবি : সংগৃহীত।

নেছারাবাদ এলাকার গাছি মো. মোস্তফা বলেন, “গাছ মালিকের সঙ্গে আগেই দরদাম করে ডাব সংগ্রহ করি। দুপুরের পর এগুলো পাইকারদের হাতে তুলে দিই।” পাইকারেরা এসব ডাব একত্র করে ট্রাকযোগে পাঠান রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বড় শহরে।

স্থানীয় ব্যবসায়ী নুরুজ্জামান জানান, অনেক পাইকার একেকবারে দেড়শ থেকে দুইশ পিস ডাব কিনে বাজারে আনেন। শহরে এসে এই ডাবের দাম দাঁড়ায় তিন গুণেরও বেশি।

তবে এত দামের কারণ শুধুই মধ্যস্বত্বভোগী নয়। পিরোজপুর কৃষি বিভাগ বলছে, গাছি, পাইকার, পরিবহনকারী ও শহরের খুচরা বিক্রেতা সবাই কিছুটা করে লাভ রাখেন। সেই সঙ্গে শহরের দোকানভাড়া, শ্রমিক খরচ, পরিবহন ব্যয় আর গরমে চাহিদার কারণে দাম চড়তেই থাকে।

এদিকে ভোক্তার স্বার্থ রক্ষায় প্রশাসনও সজাগ। পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশিস রায় বলেন, “আমরা আগেও ডাব নিয়ে অভিযান চালিয়েছি। এবারও করব। দেখা হবে কত টাকায় ডাব কেনা হচ্ছে, আর কত টাকায় বিক্রি হচ্ছে।”

ডাবের উৎপাদন বাড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “বাড়ির আঙিনায় বেশি করে নারিকেল গাছ লাগাতে আমরা মানুষকে উদ্বুদ্ধ করছি। এতে যেমন নিজেদের চাহিদা মেটাবে, তেমনি আর্থিকভাবে সাবলম্বী হওয়াও সম্ভব।”

তিনি আরও বলেন, কেউ যদি নারিকেল গাছের বাগান করতে চান, উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কলকাতা আমার দ্বিতীয় বাড়ি: অভিনেত্রী জয়া

অভিনেত্রী জয়া আহসান সম্প্রতি বলেছেন, কলকাতা তার একরকম দ্বিতীয় বাড়ি। গত ৭ সেপ্টেম্বর ফের কলকাতায় উড়াল দেন তিনি।সেখানে এডভেন্ট এক্টর স্টুডিও প্রাইভেট লিমিটেড গ্লোবাল...

টিকটকার প্রিন্স মামুনের সেলুন কিনে নিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার একসময়ের দাপুটে অভিনেত্রী অপু বিশ্বাস সাম্প্রতিক সময়গুলোতে অভিনয়ের বাইরে ব্যবসার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন শোরুম উদ্বোধন ও পার্লার পরিচালনার খবরই পাওয়ার...

জনপ্রিয়

অপরাধ

ইলিশের কেজিতে দাম কমল ৫০০ টাকা

মুন্সীগঞ্জের মিরকাদিম আড়তে বৃষ্টিস্নাত শরতের ভোরে রুপালি ইলিশের ঝিলিক দেখা গেল। সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের তুলনায় বড় ইলিশের দাম কেজিতে ৫০০ টাকা পর্যন্ত কমেছে।ধলেশ্বরী...

২৪ ও ৭১-এর দুই ‘গণহত্যাকারী’ মিল হওয়ার চেষ্টা করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের দুই গণহত্যাকারীর মধ্যে কোথাও না কোথাও মিল তৈরির চেষ্টার লক্ষণ দেখা যাচ্ছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর)...

নুরকে দেখতে ঢামেকে ভিপি সাদিক কায়েম

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)...

ইলিশের কেজিতে দাম কমল ৫০০ টাকা

মুন্সীগঞ্জের মিরকাদিম আড়তে বৃষ্টিস্নাত শরতের ভোরে রুপালি ইলিশের ঝিলিক দেখা গেল। সরবরাহ বেড়ে যাওয়ায় সপ্তাহের তুলনায় বড় ইলিশের...

২৪ ও ৭১-এর দুই ‘গণহত্যাকারী’ মিল হওয়ার চেষ্টা করছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ ও ২০২৪ সালের দুই গণহত্যাকারীর মধ্যে কোথাও না কোথাও মিল তৈরির...

নুরকে দেখতে ঢামেকে ভিপি সাদিক কায়েম

ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল...

বগুড়ার সাবেক এমপি সস্ত্রীক দেশত্যাগে নিষেধাজ্ঞা

বগুড়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও তার স্ত্রী জোবাইদা আহসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। জ্ঞাত...

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল প্যানেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে কারচুপির অভিযোগ...

কুষ্টিয়ায় ছেলের বটির কোপে মায়ের মৃত্যু

কুষ্টিয়ায়র দৌলতপুর উপজেলায় পারিবারিক আর্থিক অনটন ও জমি-সম্পত্তি নিয়ে...