দীর্ঘ তপ্ত দিনের অবসান ঘটিয়ে আজ (সোমবার ১৩ মে) থেকে দেশের আকাশে দেখা দিতে পারে স্বস্তির বৃষ্টি। ধীরে ধীরে সারাদেশে ছড়িয়ে পড়তে পারে এই বৃষ্টিপাত, যা কিছুটা হলেও কমিয়ে দিতে পারে চলমান দাবদাহের তীব্রতা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার থেকেই সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় কিছু এলাকায় বজ্রপাত ও শিলাবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে। ফলে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আজও রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, খুলনা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোর জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগের অন্যান্য জেলা, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, দিনাজপুর, নীলফামারী, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর ও শেরপুরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ অব্যাহত রয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “আজ থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। আগামীকাল আরও কিছু এলাকায় প্রশমিত হবে, যদিও খুলনার কিছু অংশে এখনও বিচ্ছিন্নভাবে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।”
তাপমাত্রা খুলনা অঞ্চলে আজও প্রায় একই থাকতে পারে। তবে দেশের অন্যান্য জায়গায় দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।
আজ ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেট, ময়মনসিংহ ও ঢাকার পূর্বাঞ্চল হয়ে ফেনী, খাগড়াছড়ি ও বান্দরবান পর্যন্ত একটি বৃষ্টিপ্রবণ বেল্ট তৈরি হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে বৃষ্টি ছড়িয়ে পড়তে পারে সারা দেশে।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে বৃষ্টির প্রবণতা থাকবে।
আবহাওয়া অধিদপ্তর বজ্রপাতের সম্ভাবনা উল্লেখ করে জনসাধারণকে সতর্ক করেছে। সতর্ক বার্তাগুলো হলো, ঝড়-বৃষ্টির সময় ঘরের ভেতরে অবস্থান করুন, দরজা-জানালা বন্ধ রাখুন, গাছের নিচে আশ্রয় নেবেন না, বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন, জলাশয়ের পাশে না যান, কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না এবং মেঝেতে ঘুমাবেন না।