বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

মোদি ফের হামলা চালাতে পারেন, জাতিকে প্রস্তুত থাকতে বললেন ইমরান খান

বিশেষ সংবাদ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে কারাবন্দি ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও পাকিস্তানে ‘মিথ্যা-ফ্ল্যাগ অভিযান’ চালাতে পারেন। এজন্য পাকিস্তানকে সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ও বুধবার একাধিক বিবৃতিতে আদিয়ালা কারাগার থেকে নিজের পরিবারকে দেওয়া বার্তার ভিত্তিতে ইমরান খান এসব মন্তব্য করেন। সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেন, “মোদি পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা পোষণ করেন। আমাদের জাতির সাহসিকতা তাকে আরও ক্ষুব্ধ করে তুলেছে। সেজন্যই তিনি নতুন করে সংঘর্ষে জড়াতে পারেন।”

২০১৯ সালের মতো এবারও আগাম সতর্কবার্তা দিয়ে ইমরান বলেন, “মোদি পাকিস্তানকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টায় রয়েছেন। এজন্য আমাদের জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।”

পাকিস্তানি জনগণের সাহস ও সেনাবাহিনীর দক্ষতার প্রশংসা করে তিনি বলেন, “এই জাতি গর্বিত, সম্মানিত এবং কখনো মাথা নত করে না। আমরা যেভাবে আকাশ ও স্থল পথে মোদিকে রুখে দিয়েছি, তেমনি অনলাইনে আমাদের তরুণ প্রজন্ম ভারতের ভুয়া প্রচারণাকে উল্টো উন্মোচন করেছে।”

ইমরান খান অভিযোগ করেন, সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বাহিনী পাকিস্তানের নারী, শিশু ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, “মোদি কাপুরুষের মতো কাজ করেছেন। কিন্তু আমাদের বাহিনী নির্ভুলভাবে কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “যুদ্ধ শুধু অস্ত্রে নয়, মানসিক দৃঢ়তাতেও জয়লাভ হয়। এমন নেতৃত্ব প্রয়োজন যারা সাহসের সঙ্গে সিদ্ধান্ত নিতে পারে এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে।” এ সময় তিনি বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার ওপরও জোর দেন।

ইমরান বলেন, “সেনাবাহিনী তখনই শক্তিশালী হয়, যখন তাদের পাশে থাকে জনগণের সমর্থন। এই সমর্থনই মনোবলে পরিণত হয়ে প্রতিপক্ষকে রুখে দেয়।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ ধানমন্ডি থেকে গ্রেফতার

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার...

জনপ্রিয়

অপরাধ

ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে সংশ্লিষ্টতা নেই: এনসিপি’র বিবৃতি

বগুড়ার সাতমাথায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ডাকে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কোনো ধরনের দলীয় সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন দলটির...

বগুড়ায় জাতীয় সংগীত গাওয়া কর্মসূচিতে হামলার অভিযোগ

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এক কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে, ছাত্র শিবির ও ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছে।...

ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে সংশ্লিষ্টতা নেই: এনসিপি’র বিবৃতি

বগুড়ার সাতমাথায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের ডাকে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কোনো ধরনের...

বগুড়ায় জাতীয় সংগীত গাওয়া কর্মসূচিতে হামলার অভিযোগ

বগুড়ায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার এক কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জানিয়েছে, ছাত্র শিবির ও...

ছাত্রসমাজই গড়বে পৃথিবীর ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

পৃথিবীর ভবিষ্যৎ গড়ে তুলবে আজকের ছাত্রসমাজ। গবেষণার মাধ্যমে বিশ্বকে সামনে এগিয়ে নিতে হবে তাদেরই হাত ধরে—এমন আহ্বান জানিয়ে...