বগুড়ার শিবগঞ্জ উপজেলায় শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে পুলিশ গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে গত বুধবার (২১ মে) রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের একটি গ্রামে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত শ্বশুর নিজের ছেলের অনুপস্থিতির সুযোগ নিয়ে এ জঘন্য কাজ করেন।
জানা যায়, ঘটনার দিন রাতে ২৬ বছর বয়সী ওই নারী তার দুই সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তার স্বামী বাসায় ফিরে এসে নিজের বাবাকে স্ত্রীসহ ঘরের মেঝেতে আপত্তিকর অবস্থায় দেখতে পান। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত শ্বশুর সেখান থেকে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী পুত্রবধু বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শ্বশুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে । এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।