নাটোরে নিজের মালিকানাধীন জনসেবা হাসপাতালের ব্যক্তিগত কক্ষে জেলা বিএমএ’র আহ্বায়ক ও জিয়া পরিষদের সহ-সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলাম (৬০) কে গলাকেটে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নার্সসহ মোট ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১টা থেকে ভোরের মধ্যে হাসপাতালের ওই কক্ষে হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই দিন রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন ডা. আমিরুল। পরদিন সকালে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দুপুরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, ধারালো অস্ত্রের আঘাতে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে সিআইডি পুলিশের ক্রাইম সীন টিম আলামত সংগ্রহ করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। সিসি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।