রাজশাহীতে বিয়ের আশ্বাস দিয়ে এক চিকিৎসকের বিরুদ্ধে নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্ত চিকিৎসক আহসান হাবীবকে গ্রেফতার করেছে।
এজাহার সূত্রে জানা যায়, দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে ওই নার্সের সঙ্গে পরিচয় হয় চিকিৎসক আহসান হাবীবের। তখন তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। প্রায় ছয় মাস আগে চিকিৎসক তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে রাজশাহীতে নিয়ে আসেন। এরপর বিভিন্ন সময়ে ওই নার্সের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান তিনি।
আরও জানা যায়, সবশেষ গত ৯ অক্টোবর রাতে রাজশাহী লক্ষীপুর মোড়ের আল আরাফা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই নার্স ধর্ষণের শিকার হন। এর আগে ৬ অক্টোবর একই চিকিৎসক অন্য এক মেয়েকে বিয়ে করেন বলে জানা যায়।
পরে গত ৯ অক্টোবর ওই নার্স ক্লিনিকে গেলে চিকিৎসক আবারো বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেন। এরপর থেকেই তিনি ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় ২৩ অক্টোবর ওই নার্স বাদী হয়ে রাজপাড়া থানায় মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে চিকিৎসক আহসান হাবীবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।


