জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বিয়ে করেছেন। কনে জীবনসঙ্গী হয়েছেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনী।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীতে ঘরোয়াভাবে এই বিয়ে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিয়ের অনুষ্ঠান শেষে নবদম্পতির সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
পোস্টে তিনি লেখেন, দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ ও ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলীর বিয়ে সম্পন্ন হয়েছে। ‘জুলাইয়ের অনুপ্রেরণা’ নিয়ে রাজনীতিতে জড়িত এই দুইজনের নতুন যাত্রার অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর বাগদান সম্পন্ন হয় হান্নান মাসউদ ও শ্যামলীর। সেদিন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে বাগদানের খবরটি শেয়ার করেছিলেন হান্নান।
শ্যামলী সুলতানা জেদনী রাজনীতিতে যুক্ত আছেন বেশ কয়েক বছর ধরে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তিনি জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়কদের ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ থেকে পদত্যাগ করেন। তখন তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটির সংগঠক ছিলেন। পরে সংগঠনটি বিলুপ্ত হলে নতুনভাবে জাতীয় ছাত্রশক্তি গঠিত হয় এবং শ্যামলীকে ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।


