জামালপুরের ইসলামপুরে রাস্তার পাশে কম্বলে জড়ানো অবস্থায় একদিন বয়সি একটি কন্যা নবজাতক উদ্ধার করেছেন স্থানীয়রা। সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার মোশাররফগঞ্জ বাজারের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে পড়ে থাকতে দেখে তারা দ্রুত এগিয়ে আসেন।
স্থানীয়রা জানান, নবজাতকটি ঠাণ্ডায় কাঁপছিল। পরে তারা শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের মাধ্যমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক চিকিৎসায় নবজাতকটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।
নবজাতকের বিষয়টি জানাজানি হওয়ার পর উপজেলা প্রশাসন একই দিন রাতে শিশুটির জন্য বৈধ অভিভাবক নিয়োগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটি যেহেতু অভিভাবকবিহীন অবস্থায় পাওয়া গেছে, তাই শিশু আইন ২০১৩-এর ধারা ৮৪ (৩) উপধারা (২) অনুসারে তার জন্য একজন বৈধ তত্ত্বাবধায়ক বা অভিভাবক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী দম্পতিদের আগামী ১০ ডিসেম্বর বেলা ১২টার মধ্যে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি ও জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে। আবেদন গ্রহণ করা হবে উপজেলা সমাজসেবা কার্যালয়ে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হুসাইন বলেন, “সকালে এলাকাবাসীর কাছে খবর পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তার সুস্থতা এবং নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। আইন অনুযায়ী যোগ্য অভিভাবকের মাধ্যমে শিশুটির ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে।”


