আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
আজ বুধবার সকাল সাড়ে ১১টার পর নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেয় নির্বাচনী বহর। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে পুরো কমিশন বহরে ছিলেন।
এদিনই বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সিইসির একটি ভাষণ রেকর্ড করা হবে। ওই ভাষণেই ঘোষণা দেওয়া হবে ভোটের তফসিল।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা করা হবে।
একাধিক সূত্র জানিয়েছে, ভাষণ রেকর্ড রাখা হলেও আজই তফসিল ঘোষণার সম্ভাবনা কম। বৃহস্পতিবারই তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আর ভোটগ্রহণের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১১ বা ১২ ফেব্রুয়ারি, এ দুই দিনের যেকোনো একদিন ভোট হতে পারে। তবে তিনজন নির্বাচন কমিশনার এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


