বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের নির্বাচনী জনসভায় দেওয়া এক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি অনলাইনেও বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিন বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় আফজাল হোসেন নামের এক ব্যক্তি বক্তব্য দেন। আয়োজকদের দাবি, ওই জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি জামায়াতে ইসলীতে যোগ দেন।
মঞ্চে দাঁড়িয়ে আফজাল হোসেন বলেন, ‘আপনারা আল-কোরআনের শাসন চান, না বেদায়াত চান?’ এরপর তিনি বলেন, আল-কোরআনভিত্তিক শাসন প্রতিষ্ঠা হলে জামায়াতে ইসলাম সংসদীয় শাসনতন্ত্র কায়েম করবে। তার বক্তব্যে তিনি বলেন, ‘এই দেশ মুসলমানের দেশ। যেখানে ৮০ শতাংশ মানুষ মুসলমান, সেখানে কোনো দিন বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না।’
বক্তব্যের আরেক অংশে তিনি বলেন, দেশে আল্লাহর কোরআনের শাসন থাকা উচিত। তার ভাষায়, ‘আজ যদি চুরি করলে হাত কেটে দেওয়ার শাসন চালু করা হয়, তাহলে কি এই এলাকায় আর চুরি হবে?’ তিনি বলেন, এমন শাসন ব্যবস্থাই তারা চান।
এক পর্যায়ে জামায়াত মনোনীত প্রার্থীকে উদ্দেশ করে তিনি বলেন, মানুষ এখন ধর্ম, ন্যায় ও আদর্শের বিষয়ে সচেতন হতে শুরু করেছে।
এ বিষয়ে আফজাল হোসেনের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


