ঢাকা ৪ ও ৫ আসনের নির্বাচনী জনসভায় চাঁদাবাজিতে যুক্তদের সতর্ক করে তাদের ভালো পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত এই জনসভায় এই আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের তরুণ ও সাধারণ মানুষ যাতে চাঁদাবাজির ফাঁদে না পড়ে তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।
ডা. শফিকুর রহমান বক্তব্যে বলেন, “আজকের জনসভা থেকে যারা চাঁদাবাজিতে যুক্ত, তাদেরকে অনুরোধ করবো—ভালো পথে ফিরে আসুন। আমরা আপনাদের হালাল রুজির জন্য জায়গা করে দেব, ইনশাল্লাহ।” তিনি চাঁদাবাজিকে ভিক্ষার চেয়েও নিকৃষ্ট উল্লেখ করে বলেন, “আমরা ইনশাল্লাহ কারো মায়ের সন্তানকে চাঁদাবাজি করতে দেব না। কথা একদম সাফ।”
তিনি উপস্থিত জনতার দিকে তাকিয়ে বলেন, “এই দেশে এখন নতুন একটি পেশা চলছে। তার নাম কি জানেন? চাঁদাবাজি। কেউ কি চাঁদাবাজের ভাই, পিতা, সন্তান, স্ত্রী, মা বা বোন হতে রাজি আছেন? নিশ্চয় না।” তাঁর ভাষ্য অনুযায়ী, যারা এই পথ থেকে সরে না আসবেন, তাদের বিরুদ্ধে জামায়াতের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ডা. শফিকুর রহমান আরও বলেন, “চাঁদাকে আমরা ঘৃণা করি। এটি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমাদের পক্ষ থেকে কমপ্লিট লালকার্ড।” তাঁর বক্তব্যে বারবার উঠে এসেছে সামাজিক নৈতিকতা, পরিবারের মর্যাদা এবং হালাল উপার্জনের গুরুত্ব।


