ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি মাসের ২৮ জানুয়ারি এ সংক্রান্ত প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে তিনি এ তথ্য জানান। সম্মেলনের উদ্দেশ্য ছিল গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করা।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশকে বদলাতে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে ‘বিসমিল্লাহ নেই’—এমন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। আগামী ১২ তারিখে হ্যাঁ ভোট দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।
সম্মেলনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, গোলাপি ব্যালটেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গুম-খুন ও নৈরাজ্যের যুগে ফিরে যেতে না চাইলে হ্যাঁ ভোট প্রয়োজন।
অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, নির্বাচন কমিশন স্বাধীন না থাকায় মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। হ্যাঁ ভোটের পক্ষে ফল এলে রাজনৈতিক দলগুলো জবাবদিহিতার মধ্যে থাকবে এবং এতে দুর্নীতি কমবে বলেও তিনি মন্তব্য করেন। তাঁর বক্তব্যে সাবেক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত ক্ষমতার কারণে শাসনব্যবস্থায় ভারসাম্য নষ্ট হয়েছিল—এ কথাও উঠে আসে।
সম্মেলনে সরকারের বিভিন্ন উদ্যোগ ও গণভোটের গুরুত্ব তুলে ধরে ইমামদের ভূমিকার কথাও উল্লেখ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ধর্মীয় নেতাদের উদ্দেশে ভোটারদের সচেতন করতে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।


