আসন্ন নির্বাচন ঘিরে পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নষ্ট করতে একটি মহল সক্রিয় রয়েছে, তাই ভোটারদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে বিএনপির আয়োজিত নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
বক্তব্যে ভোটের দিন দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেন বিএনপি চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, তাহাজ্জুদ ও ফজরের নামাজ শেষে যেন সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে নিশ্চিত করেন। ভোট গণনায় কোনো অনিয়ম হচ্ছে কি না, তা কড়ায়-গণ্ডায় বুঝে নেওয়ার আহ্বান জানান তিনি।
হাতিয়া উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নদীভাঙন রোধকে অগ্রাধিকার দেওয়া হবে। টেকসই বেড়িবাঁধ ও ব্লক বাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন ঠেকানোর পাশাপাশি এলাকার সৌন্দর্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, হাতিয়ার মানুষের সমস্যাগুলো তিনি লিখে রেখেছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়ী করার আহ্বান জানান।
তারেক রহমান আরও বলেন, নির্বাচনের পর তিনি নিজে হাতিয়ায় এসে জনগণের সঙ্গে বসে কথা বলবেন। বিএনপি জনগণের দল উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রকৃত ক্ষমতা জনগণের হাতেই থাকবে।
মা ও নারীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের সুবিধার কথা মাথায় রেখে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু করা হবে।
জনসভায় নোয়াখালী-৬ আসনে বিএনপির প্রার্থী মো. মাহবুবুর রহমান শামিমকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে হাতিয়ার উন্নয়নের দায়িত্ব বিএনপি নেবে।


