বগুড়ার শেরপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির শেরপুর উপজেলা কমিটি।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শেরপুর পৌর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয়। এরআগে একটি বিক্ষোভ মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে। লাল ঝান্ডা নিয়ে অন্তত তিন শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির শেরপুর উপজেলা কমিটির সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ। সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীকান্ত মাহাতো, শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হরিশংকর সাহা ও উপজেলা ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ প্রমূখ।
সমাবেশে বক্তারা গ্রামীণ বরাদ্দে লুটপাট বন্ধ, রেশনিং ব্যবস্থা চালু, মজুরদের বয়স ষাট বছর হলেই বিনা সঞ্চয়ে পেনশন প্রদানসহ ১০ দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এরপর তারা বগুড়ার শেরপুরে ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি এবং গৃহ ও ভূমির দাবিতে ৩৩৪ জন ভূমিহীনের তালিকা প্রদান করেন।