শীতকালকে বিয়ের মৌসুম বলা হয়। শীতের আমেজ পড়তেই ধুম লেগেছে বিয়ের। নতুন জীবনে পদার্পণের সময় হিসেবে অনেকেই বেছে নেন শীতকালকে। শীতের এ সময়কে বলা হয় বিয়ের মৌসুম।
শীতকালে বিয়ের অনুষ্ঠান আয়োজনের কিছু বিশেষ সুবিধা আছে। শীতকালে আর্দ্রতা মোকাবিলা করার জন্য বাড়তি পরিশ্রম করা লগে না। শীতল তাপমাত্রা অতিথিদেরও স্বস্তিতে রাখে। গরমে সাজ নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। গরমে অস্থির হওয়া কিংবা হঠাৎ বৃষ্টি আসার দুশ্চিন্তাও নেই।
শীতল তাপমাত্রার কারণে সাজের ফুল দীর্ঘসময় পর্যন্ত সতেজ থাকবে। বিয়েবাড়ির খাবার মানেই তৈলাক্ত ও ভারী খাবার। গরমের সময় এসব খাবার খেলে অস্বস্তি বাড়ে। এসব ভারী খাবার খেয়েও শীতের সময় তুলনামূলক স্বস্তিতে থাকা যায়।
ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় শীতের সময় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকে। এ কারণে আত্মীয়স্বজনরা সবাই একত্রিত হতে পারে বছরের এই সময়টিতে। শীতকাল হচ্ছে ঘোরাঘুরির জন্য শ্রেষ্ঠ সময়। শীতের সময়ে নবদম্পতি বিয়ে সেরে হানিমুনে বের হতে পারে নিশ্চিন্তে। এ জন্যই শীতকালকে বলা হয় বিয়ের মৌসুম।