নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যার দায়ে মো: জুয়েল মিয়া (২৮) নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৩০ জুন) বিকেলে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া উপজেলার ইছাখালী এলাকার মো: মারফত আলীর ছেলে।
আদালত পুলিশের পরিদর্শক মো: আব্দুর রশিদ এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন আহমেদ রাকিব বলেন, রূপগঞ্জ উপজেলার নগরপাড়া এলাকার সিরাজ ভূঁইয়ার মেয়ে সুমি আক্তারকে বিয়ে করেন জুয়েল মিয়া। বিয়ের সময় ছেলের দাবি অনুযায়ী ৯০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর জুয়েল ২ লাখ ৯০ হাজার টাকা দামের একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দাবি করেন। কিন্তু সুমি এর প্রতিবাদ করেন। এ নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া হলে সুমি তার বাবার বাড়ি চলে যান।
সুমির স্বামী জুয়েলের দাবি পূরণ করবেন এই শর্তে মেয়েকে আবারও স্বামীর বাড়ি পাঠান তার বাবা সিরাজ ভূঁইয়া। কিন্তু যৌতুকের মোটরসাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ই জুন সুমিকে মারধরের পর শ্বাসরোধে হত্যা করেন জুয়েল মিয়। এ ঘটনায় সুমির বাবা বাদী হয়ে জুয়েলের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেন।


