যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক শোয়াইব হোসেনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, মারামারির একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। আদালত ওই মামলায় শোয়াইবকে ২ বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
গ্রেফতারকৃত শোয়াইব হোসেন যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার কুতব্বর হাফিজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে ২০২০ সালের ২১ ফেব্রুয়ারি শামসুর রহমান নামে একজনকে লাঠি–রড দিয়ে মারধর করা হয়। মামলার অন্যান্য আসামিরা খালাস পেলেও শোয়াইব দোষী সাব্যস্ত হন।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভুঁইয়া বলেন, “মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।”


