ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করে রেখেছে।
বুধবার (১০ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নির্বাচন কমিশনের সচিব আখাতার আহমেদ নিশ্চিত করেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তিনশ আসনের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, সিইসির ভাষণ রেকর্ডও সম্পন্ন হয়েছে।এর আগে দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির প্রতিনিধি দল।
বৈঠক শেষে সচিব জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা, রাজনৈতিক দলের নিবন্ধন, গণভোট আয়োজনের ধরন, ব্যালটের রঙসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে। ভোটের সময় বাড়ানো প্রসঙ্গেও রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ভোটার তালিকার ক্রম সংযোজন, নিবন্ধিত রাজনৈতিক দলের অবস্থান এবং সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের বিষয়গুলো রাষ্ট্রপতিকে জানানো হয়েছে।
পাশাপাশি ভোটের সময় বৃদ্ধি, নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও প্রবাসী ভোট নিয়ে সিইসি বিস্তারিত তথ্য তুলে ধরেছেন।
এদিকে এবারের জাতীয় নির্বাচনে অংশ নেবেন প্রায় ১৩ কোটি ভোটার। নির্বাচন কমিশন চূড়ান্ত করেছে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র। জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ায় ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। সময় সাশ্রয়ের জন্য প্রতিটি ভোটকক্ষে রাখা হচ্ছে দুটি গোপন বুথ।


