সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে এসে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছেন।
বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে পাসপোর্ট অফিসে যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হলে কর্মকর্তারা তাকে আটক করেন। পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম বলেন, সকালে ওই যুবক ‘রিয়াজ মিয়া’ নামে আবেদন করেন। পরিচয়পত্রে দেখানো ছিল উল্লাপাড়া উপজেলার গফুর মিয়ার ছেলে। এমনকি তার কাছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত জন্মনিবন্ধন সনদও ছিল।
তিনি আরও জানান, আচরণে অসঙ্গতি দেখে প্রশ্ন করা হলে একপর্যায়ে তিনি স্বীকার করেন যে তিনি রোহিঙ্গা এবং কুতুপালং ক্যাম্প থেকে এসেছেন। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। পাসপোর্ট অফিসে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই পাসপোর্ট না পায়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান বলেন, আটক যুবক তার আসল পরিচয় হিসেবে রিয়াজুল মোস্তফা নাম জানান। বাবার নাম গুরা মিয়া, মায়ের নাম খতিজা। তিনি কুতুপালং ক্যাম্প থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। আইনগত প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, তিনি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল গ্রামের বাসিন্দা সেজে পাসপোর্ট করতে এসেছিলেন। কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাকে হস্তান্তরের কার্যক্রম চলছে।


