রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটি পড়ে যাওয়ার ২০ ঘণ্টা পার হলেও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুর একটার দিকে বাড়ির আঙিনায় মায়ের সঙ্গে খেলতে খেলতেই খোলা মুখের একটি গভীর নলকূপে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে দুপুর পৌনে ২টা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বৃহস্পতিবার ভোরে রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, নলকূপটি প্রায় ৫০ ফুট গভীর। উদ্ধারকর্মীরা পাশ দিয়ে নতুন একটি গর্ত করে নিচের দিকে নামছেন। তিনি বলেন, “৩৫ ফুট পর্যন্ত নেমেছি। সেখানে শিশুটিকে না পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।”
উদ্ধারকারীরা কূপের ভেতরে অক্সিজেন সরবরাহের চেষ্টা করেন। পাশাপাশি এস্কেভেটর মেশিন দিয়ে রাতভর নলকূপের চারপাশে মাটি খনন করা হয়, যাতে দ্রুত শিশুর অবস্থানে পৌঁছানো যায়। তবে কূপটি বেশ সরু হওয়ায় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে সময় লাগছে।
স্থানীয় লোকজনও উদ্ধার অভিযানে সহযোগিতা করছেন। সবাই অপেক্ষায়, কবে ছোট্ট সাজিদকে নিরাপদে উপরে আনা যাবে।


