জুলাই আন্দোলনের স্মরণে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে ১৮ জুলাই মোবাইল গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৯ জুলাই) অপারেটরদের কাছে পাঠানো এক নির্দেশনায় এই সিদ্ধান্ত জানায় বিটিআরসি। বলা হয়েছে, বিনামূল্যের এই ডেটা ৫ দিনের জন্য কার্যকর থাকবে। এর অনুমোদন দেওয়া হয় ৮ জুলাই, বিটিআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে।
ডিজিটাল স্বাধীনতার বার্তা ছড়িয়ে দিতে এবং জনসাধারণের প্রত্যাশা পূরণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনায় মোবাইল অপারেটরদের বলা হয়েছে, এসএমএস পাঠিয়ে গ্রাহকদের এ বিষয়ে আগেভাগেই জানাতে হবে। একই সঙ্গে দিবসটির তাৎপর্য তুলে ধরতে বিটিআরসি অপারেটরদের সহযোগিতা ও পরিকল্পনা বাস্তবায়নে আহ্বান জানিয়েছে।
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স কর্মকর্তা তৈমুর রহমান বলেন,”জুলাইয়ের চেতনা এবং সবার জন্য ইন্টারনেট অ্যাক্সেস নিশ্চিত করতে আমরা দায়বদ্ধ। এই উদ্যোগে আমরা আন্তরিকভাবে অংশ নিতে চাই।”
এক অপারেটর কর্মকর্তা বলেন, ইন্টারনেট ডেটা ‘বিনামূল্যে’ দিলেও টেলিকম কোম্পানিগুলোর কর, ট্রান্সমিশন ও অন্যান্য খরচ বহন করতে হবে। তার ভাষায়,
“সরকার স্পষ্ট না করলে কর সংক্রান্ত বিষয়টি জটিল হতে পারে। আমাদের ওপর চাপ বাড়বে। তাই বিটিআরসি ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে পরিষ্কার করতে হবে—এই উদ্যোগে কারা কারা সহায়তা করবে।”
প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষাপটে এবারকের ১৮ জুলাইটি নানা দিক থেকেই বিশেষ গুরুত্ব বহন করছে।



কোন সিমে দিবে এটাই ত বলেন নি
Asha kori pabo ata ekti vallo uddok onek onek shuvokamona roilo bitiarsi… Ke
এমবি দিয়েন
অনেক সুন্দর
৩
Onek kharap kaj korse
Mb akhono to pai nai