বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
গণসংযোগের শুরু হয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এলাকা থেকে। সেখান থেকে জামিল নগর, পালপাড়া, আমতলী, সেউজগাড়ী, নাটাইপাড়া, বৌ বাজার, উত্তর চেলোপাড়া মাঠ, চেলোপাড়া আশ্রম সংলগ্ন পাড়া, চেলোপাড়া পার্ক, সিনজি স্ট্যান্ড, সাবগ্রাম হাট হয়ে সাবগ্রাম স্টেশনে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। পুরো পথজুড়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
গণসংযোগে নেতৃত্বদানকারী ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটুর সঙ্গে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, বিএমএ’র সদস্য সচিব ডা. মো. আব্দুল ওয়াহেদ, ডা. মো. আনিসুর রহমান, জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুস আলী, ডা. মো. সাইফুর রহমান শাহীন,ডা. মো. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল, ডা. মো. রাশেদুল ইসলাম রনি, ডা. মো. ফারজানুল ইসলাম নির্ঝর, ডা. মো. আমিনুর রহমান হীরা, ডা. তাপস দাস, ডা. সুলতান সাঈদ, ডা. সালেহ, ডা. মো. মেহরাব হোসেন, ডা. ইকবাল, ডা. ময়নুল হাসান রাব্বী, ডা. আব্দুল আলীম, ডা. শরীফ মাহবুব, ডা. মনিরুজ্জামান, ডা. রেজাউল করিম রুবেল, ডা. কাইয়ুম রাসেল, ডা. উম্মে হানি পৃথ্বী, ডা. নাফিস মোহাম্মদ রুকু, ডা. মাহফুজুল হাসান, ডা. অপু বসাক, ডা. নেয়ামুল সাদ্দাম এবং ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস।
এছাড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, জেলা ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার ফাহিম, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ রিচি, সাধারণ সম্পাদক গালিব আল মুগনীসহ ছাত্রদল ও যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।
গণসংযোগ চলাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির বার্তা সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। নেতাকর্মীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।
দিনভর গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপি নেতারা। স্থানীয় এলাকাগুলোতে প্রচারণাকালে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও কৌতূহল লক্ষ্য করা গেছে।


