বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলি চালক মো: ফজলু রহমানের (৫৫) মৃত্যু হয়েছে। এতে ট্রাকের চালক ও তার হেলপার গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৫ মে) দুপুরে শেরপুর উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের হামছায়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ফজলু রহমান উপজেলার কুসুম্বি ইউনিয়নের উদয়কুড়ি গ্রামের মো: মফিজ উদ্দিনের ছেলে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত ২ জনের নাম-পরিচয় সম্ভব হয়নি।
বগুড়ার শেরপুরে ট্রাক-ট্রলির মুখোমুখি সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে শেরপুরে হাইওয়ে ফাঁড়ি পুলিশের সার্জেন্ট মো: মাসুদ রানা জানান, ধান বোঝাই ট্রলি নিয়ে ফজলু রহমান মহাসড়কের উল্টো দিক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে ট্রলিটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ফজলু রহমান মারা যান। আহত ট্রাক চালক ও তার হেলপারকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কামুক্ত। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান এ কর্মকর্তা।