বগুড়ার শেরপুরে করতোয়া নদীর তীব্র স্রোতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে এক কিশোর। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের রহমান নগর এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোরের নাম হৃদয় প্রামানিক (১৩), সে রহমান নগর গ্রামের দুলাল প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকালে হৃদয় প্রামানিক তার দুই বন্ধু নিরব হোসেন (১৪) ও সৌরভের (১৩) সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। কিন্তু নদীর প্রবল স্রোতে তাদের ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে নিরব ও সৌরভকে উদ্ধার করতে সক্ষম হলেও হৃদয়কে খুঁজে পাওয়া যায়নি।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রাথমিক তল্লাশির পর তারা ব্যর্থ হলে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল তল্লাশি অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল ইসলাম চাঁদনী বাজারকে জানান, “আমাদের পাঁচজন সদস্য উদ্ধার কাজ শুরু করেন। দুপুর একটার দিকে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা যৌথভাবে কিশোরটিকে উদ্ধারের চেষ্টা করছি।” এই রিপোর্ট লেখা পর্যন্ত হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।
শেরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মইনুদ্দীন জানান, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উদ্ধার পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।


