বগুড়ার কাহালুতে অটোভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ইলিয়াস হোসেন সিফাত (২৪) নিহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বিবিরপুকুরের রহিম ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত দুপচাঁচিয়া উপজেলার চকশুকানগাড়ী গ্রামের ইউনুছ আলীর ছেলে। তিনি সম্প্রতি ওমরা করে দেশে ফিরেছিলেন।
জানা গেছে, সিফাত মোটরসাইকেল নিয়ে বগুড়া থেকে দুপচাঁচিয়ার দিকে ফিরছিলেন। পথে একটি অটোভ্যানের সঙ্গে ধাক্কা লাগলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কাহালু ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আমির হামজা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


