সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশকে আফগানিস্তান বানানোর চেষ্টা করছে জামায়াত: বিএনপি নেতা মণি

বিশেষ সংবাদ

বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে আফগানিস্তানের মতো পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে জামায়াতে ইসলামীকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মণি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, জামায়াত দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তাদের রাজনীতি ও কর্মকাণ্ড দেশের ভবিষ্যতের জন্য ভয়ংকর ইঙ্গিত বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।

মণির বক্তব্যে উঠে আসে মুক্তিযুদ্ধের প্রসঙ্গও। তিনি বলেন, ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই আজ নানা কৌশলে আবার রাজনীতির মাঠে সক্রিয় হতে চাইছে। তাঁর ভাষায়, সেই সময় রাজাকাররা বিপক্ষে না দাঁড়ালে দেশকে স্বাধীন করতে এত রক্ত ঝরাতে হতো না। ৩০ লাখ মানুষের প্রাণহানি এবং দুই লাখ মা-বোনের ওপর নির্যাতনের কথাও তিনি উল্লেখ করেন, যার দায় কার—তা জনতার বুঝে নেওয়ার আহ্বান জানান।

জামায়াত নেতাদের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে নুরুল ইসলাম মণি বলেন, রাষ্ট্রক্ষমতায় না থেকেও তারা বারবার দেশের ক্ষতি করার চেষ্টা করেছে। দুঃখ প্রকাশ বা ‘সরি’ বলার মধ্য দিয়ে ইতিহাসের দায় মুছে যায় না বলেও তিনি মন্তব্য করেন। তাঁর বক্তব্যে, মানুষ হত্যার পর অনেক বছর পরে অনুশোচনা দেখানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সভায় উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে মণি বলেন, যারা এক সময় এই দেশের জন্মের বিরোধিতা করেছে, আজ তারাই ভোট চাইছে—এটা ভেবে দেখার বিষয়। ধর্মের নামে জান্নাতের প্রতিশ্রুতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, যদি ভোট দিয়ে জান্নাত পাওয়া যেত, তাহলে অপরাধীরা এমন রাজনীতিতে সবচেয়ে বেশি আগ্রহী হতো।

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই—এ দেশের সবাই নাগরিক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে তিনি জানান, সংবিধান যে অধিকার দিয়েছে, তা সবাই ভোগ করবে। জান-মাল ও ধর্মের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে তিনি দৃঢ় প্রতিজ্ঞ বলেও আশ্বাস দেন।

নুরুল ইসলাম মণির বক্তব্যে বারবার উঠে আসে রাজনৈতিক সতর্কতার কথা। তাঁর মতে, দেশ ও মানুষের স্বার্থে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ—সব দিক বিবেচনা করেই ভোটের সিদ্ধান্ত নিতে হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পূজা চেরির ১৬ সেকেন্ডের ভিডিও ভাইরাল

মাত্র ১৬ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই তোলপাড় নেটদুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে অভিনেত্রী পূজা চেরির গায়ে হলুদের সাজে একটি ভিডিও, যা মুহূর্তেই কৌতূহল তৈরি...

বছর না ঘুরতেই ভাঙনের পথে তাহসান-রোজার সংসার

জনপ্রিয় সংগীত শিল্পি তাহসান খান ও রোজা আহমেদ জড়িয়েছিল নতুন এক সম্পর্কের গল্পে। বিয়ের খবর ছড়ানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা আর প্রশংসার কমতি ছিল...

জনপ্রিয়

অপরাধ

জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রপতি-ভিখারির জন্য একই বিচার হবে: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত সবার জন্য একইভাবে বিচার কার্যকর হবে।সোমবার...

হাসনাতকে সমর্থন জানিয়ে কুমিল্লা-৪ আসন থেকে সরে দাঁড়ালেন মুজিবুর রহমান

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুফতী...

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে।রোববার (২৫ জানুয়ারি) দুপুর...

জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রপতি-ভিখারির জন্য একই বিচার হবে: জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দল ক্ষমতায় এলে রাষ্ট্রপতি থেকে ভিখারি পর্যন্ত...

হাসনাতকে সমর্থন জানিয়ে কুমিল্লা-৪ আসন থেকে সরে দাঁড়ালেন মুজিবুর রহমান

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা...

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ

বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে...

কোনো ষড়যন্ত্র যেন ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ভোটের অধিকার রক্ষায় নেতাকর্মী ও সমর্থকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “ভোটের দিন...

পচা ডিম ব্যবহারের দায়ে শেরপুরে মর্ডান ব্রেডকে জরিমানা

বগুড়ার শেরপুরে পচা ও নষ্ট ডিম ব্যবহার করে খাদ্যপণ্য...

ইমামদের জন্য ১০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব জমা ২৮ জানুয়ারি: ধর্ম উপদেষ্টা

ইমামদের কল্যাণে ১০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ...