ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
পদত্যাগের পেছনে মূল কারণ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে ঘটে যাওয়া একটি ঘটনা। তার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র সমালোচনা সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
সর্বমিত্র বলেন, “আমি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচিত হয়েছিলাম। শুরু থেকেই রেজিস্টার্ড রিকশা চালু করা, প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনা করে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা—সবই করেছি। কিন্তু বাস্তবতা হলো সেন্ট্রাল ফিল্ডে আজও কোনো সিসি ক্যামেরা নেই, নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল।”
তিনি আরও বলেন, “শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় বহিরাগতদের অনিয়ন্ত্রিত প্রবেশ দীর্ঘদিনের সমস্যা। নারী শিক্ষার্থীদের হেনস্থা, মোবাইল ও মানিব্যাগ চুরি, সাইকেল চুরি—এ ধরনের ঘটনা নিয়মিত ঘটছে। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দু’ই প্রশ্নের মুখে পড়ে।”
সর্বমিত্র যোগ করেন, “আমার একমাত্র লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। নিজ উদ্যোগে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি, দায়িত্বের বাইরে গিয়ে চেষ্টা করেছি সমস্যা সমাধানের। কিন্তু আইন তো আইনই। দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত জীবন ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এখন আমার ক্ষমতা নেই এটি চালিয়ে যাওয়ার।”
এই পদত্যাগ ক্যাম্পাসের নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ এবং প্রশাসনের প্রতি প্রশ্নও নতুন করে উঠেছে।


