আবারও বাড়ল স্বর্ণের দাম। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার প্রতি এক ভরিতে স্বর্ণের দাম বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ১১ হাজার ৪১ টাকা।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মো: মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস কমিটির চেয়ারম্যান জানান, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার (২৪ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬ হাজার ২৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৯০ হাজার ৮৬৩ টাকায় বিক্রি করা হবে।