মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বগুড়ার শেরপুরে

উত্তাল ওষুধ ব্যবসায়ীরা, অফিস দখল ও হামলার প্রতিবাদে ধর্মঘট

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয় দখল ও হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে শহরের সান্যালপাড়া মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে ধর্মঘটে নেমেছেন, যা বিকেল ৫টা পর্যন্ত অব্যাহত ছিল।

সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, চার-পাঁচজন সদস্য অজ্ঞাত ২৫ জনের সহযোগিতায় কার্যালয়ের তালা ভেঙে দখল করে। তিনি প্রতিবাদ জানালে তার ওপর হামলা চালানো হয়। তার দাবি, হামলার সময় পুলিশ উপস্থিত থাকলেও যথাযথ ব্যবস্থা নেয়নি, তবে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় জহুরুল ইসলাম, ফরহাদ হোসেন, সাইফুল ইসলাম ও আব্দুল মজিদের নাম উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, আরও ২৫ জন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনার সঙ্গে জড়িত, যারা কেউই সমিতির সদস্য নন।

এছাড়াও সমিতির বর্তমান কমিটির মেয়াদ এখনো শেষ হয়নি বলে দাবি করেছেন আব্দুর রাজ্জাক। তিনি বলেন, স্থানীয় কিছু সদস্য সন্ত্রাসীদের ভাড়া করে কার্যালয় দখল করেছে। তারা থানায় অভিযোগ করতে গেলে পথে আবারও হামলার শিকার হন। ক্ষুব্ধ ব্যবসায়ীরা হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আব্দুর রাজ্জাক বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, আবার অনেকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, শেরপুর বাসস্ট্যান্ড এলাকার ওষুধ ব্যবসায়ী মোকাম্মেল হোসেন অভিযোগ করেন, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অপচেষ্টা চলছে। কিছু ব্যক্তি অবৈধ স্বার্থ হাসিলের জন্য কার্যালয় দখল করেছে এবং সদস্যদের ওপর হামলা চালিয়েছে। পাশাপাশি, অবৈধ আহ্বায়ক কমিটি গঠন করে ব্যবসায়ীদের জিম্মি করার চেষ্টা করা হচ্ছে।

তবে অভিযুক্ত জহুরুল ইসলাম এই অভিযোগ অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। তিনি দাবি করেন, সমিতির আহ্বায়ক কমিটি নিয়মতান্ত্রিকভাবে গঠন করা হয়েছে এবং তিনি ওই কমিটির যুগ্ম আহ্বায়ক।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান জানান, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ম অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের বাউল শিল্পী আবুল সরকারকে ইসলাম অবমাননার অভিযোগে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে মাদারীপুর জেলার...

সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় আনমোল বিষ্ণোই গ্রেপ্তার

বলিউড অভিনেতা সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ছোট ভাই আনমোল বিষ্ণোইকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে তাকে ভারতে প্রত্যর্পণের...

জনপ্রিয়

অপরাধ

এবারের নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার থাকবে: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনে ব্যালট পেপার থাকবে দুই রঙের এমন তথ্য মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার আহমেদ। তিনি জানান, সংসদ নির্বাচনের ব্যালট...

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইলের বৌ বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।ফায়ার সার্ভিস...

নারীদের ঘরে বন্দি রাখার অপচেষ্টা চলছে, শেরপুরে নিপুন রায়

নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রযাত্রাকে থামানোর জন্য একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নারীদের ঘরে আবদ্ধ রাখার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য...

এবারের নির্বাচনে দুই রঙের ব্যালট পেপার থাকবে: ইসি সচিব

আসন্ন জাতীয় নির্বাচনে ব্যালট পেপার থাকবে দুই রঙের এমন তথ্য মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব আখতার...

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

রাজধানীর তেজগাঁওয়ের কড়াইলের বৌ বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে...

নারীদের ঘরে বন্দি রাখার অপচেষ্টা চলছে, শেরপুরে নিপুন রায়

নারীর ক্ষমতায়ন ও সামাজিক অগ্রযাত্রাকে থামানোর জন্য একটি গোষ্ঠী সুপরিকল্পিতভাবে নারীদের ঘরে আবদ্ধ রাখার চেষ্টা করছে, এমন অভিযোগ...

অনুসন্ধানে বাধা দিলে তালিকা প্রকাশ করা হবে: দুদক চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কমিশনের কোনো তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে কেউ অযাচিত...

যশোরে ককটেল-পেট্রলবোমাসহ যুবদলের সাধারণ সম্পাদক আটক

যশোরে ৭টি ককটেল,৩টি পেট্রলবোমা সদৃশ কাঁচের বোতল এবং কয়েকটি...

বগুড়ায় মায়ের ঝুলন্ত লাশ, পাশে দুই সন্তানের গলাকাটা মরদেহ

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এক ঘর থেকে দুই...