ঢাকা-৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী গণসংযোগে দেওয়া বক্তব্যকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। তিনি বলেন, তাকে ক্ষেপানো হলে উপযুক্ত জবাব দেওয়া হবে এবং এ বিষয়ে তিনি কাউকে ছাড় দেবেন না।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর শান্তিনগর বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
গণসংযোগে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমাকে ক্ষেপালে আপনার হাফপ্যান্ট খুলে যাবে। কারণ আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম। তাকে হাফপ্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাঙ্কি-পাঙ্কি করবেন না। করলে অন্য কোথাও গিয়ে করেন।” তিনি আরও বলেন, তার সঙ্গে কেউ হুমকি বা ভয় দেখানোর চেষ্টা করলে তিনি সমুচিত জবাব দেবেন।
এ সময় তিনি বলেন, বিভিন্ন জায়গায় প্রতিপক্ষের লোকজন অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে বলে তারা খবর পাচ্ছেন। তার ভাষায়, গাড়িতে করে হকিস্টিক ও স্ট্যাম্প নিয়ে ঘোরা হচ্ছে, এমনকি গুলিস্তানে এসব সরঞ্জাম পাওয়া যাচ্ছে না বলেও তিনি শুনেছেন।


