বগুড়া শহরের দত্তবাড়ির শতাব্দী ফিলিং স্টেশনে ঘটে গেল এক ভয়াবহ হ*ত্যা*কা*ণ্ড। ফিলিং স্টেশনের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে নি*র্ম*ম*ভাবে হাতুড়ি দিয়ে পি*টি*য়ে হ*ত্যা করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঘুমন্ত অবস্থায় মাত্র ২০ সেকেন্ডের কম সময়ে তাকে একাধিকবার আঘাত করা হয়। এই লো*ম*হ*র্ষক ঘটনাটি পুরো শহরজুড়ে আতঙ্ক তৈরি করেছে। এই হ*ত্যা*কা*ণ্ডের পর প্রধান অভিযুক্ত রাকিবুল ইসলাম রতন (২৬) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে বগুড়া পুলিশের দ্রুত তৎপরতায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই গাজীপুরের কালিয়াকৈর থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন স্বীকার করেছে, তেল চুরির মিথ্যা অপবাদ দিয়ে মারধর করার প্রতিশোধ নিতেই সে এই হ*ত্যা*কা*ণ্ড ঘটিয়েছে। পুলিশ জানিয়েছে, রতন তার অপরাধের কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে একটি হ*ত্যা মামলা দায়ের করা হয়েছে।
বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।